ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF | WBPSC Food SI 2023 Model Question Paper PDF
আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে নিচে প্র্যাকটিস সেট প্রদান করা হল। এর মধ্যে সিলেবাস অনুযায়ী ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে।
➲ Practice Set 1
01. নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়?
A. অসলো
B. স্টকহোম
C. ব্রাসেলস
D. জেনেভা
Show Answer
02. রামধনুর দেশ কোনটি?
A. হাওয়াই দ্বীপপুঞ্জ
B. নিউজিল্যান্ড
C. জাপান
D. মায়ানমার
Show Answer
03. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল –
A. নায়াগ্রা
B. বোয়োমা
C. সাল্টো অ্যাঞ্জেল
D. খোন
Show Answer
04. কানাডার রাজধানীর নাম কী?
A. টরন্টো
B. মনট্রিয়ল
C. ভ্যানকুভার
D. ওটাওয়া
Show Answer
05. ভারতে ভাষার ভিতিতে গঠিত প্রথম রাজ্য হল –
A. রাজস্থান
B. গুজরাট
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল
Show Answer
06. পৃথিবীর কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?
A. সিয়াল
B. নিফে
C. সিমা
D. মোহো
Show Answer
07. 'নউটংকি' কোথাকার লোকনৃত্য?
A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. তামিলনাড়ু
D. উত্তরপ্রদেশ
Show Answer
08. 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর নির্দেশক কে?
A. অনিল কাপুর
B. প্রকাশ ঝা
C. ড্যানি বয়েল
D. সাইমন ব্যুফো
Show Answer
09. বংশগতি বিজ্ঞান সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়?
A. Genetics
B. Cytology
C. Genesiology
D. Cryobiology
Show Answer
10. গান্ধিজী কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?
A. ডান্ডি
B. সবরমতী আশ্রম
C. গুজরাট
D. চম্পারন
Show Answer
11. 'বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন?
A. যতীন দাস
B. যতীন্দ্র সেনগুপ্ত
C. যতীন্দ্রনাথ মুখার্জী
D. কেউই নন
Show Answer
12. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
A. 1717 খ্রি.
B. 1539 খ্রি.
C. 1761 খ্রি.
D. 1526 খ্রি.
Show Answer
13. নাগার্জুন সাগর পরিকিল্পনা কোন নদীর উপর অবস্থিত?
A. কৃষ্ণা
B. কাবেরি
C. নর্মদা
D. গোদাবরী
Show Answer
14. কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
A. ভারত
B. চিন
C. আমেরিকা
D. ব্রাজিল
Show Answer
15. সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?
A. 20-25
B. 30-35
C. 14-18
D. 18-22
Show Answer
16. 'পারসেক' এককটি দিয়ে মাপা হয় –
A. নক্ষত্রদের ঘনত্ব
B. মহাকাশীয় দূরত্ব
C. মহাকাশীয় বস্তুর উজ্জ্বলতা
D. নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ
Show Answer
17. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল –
A. সর্বাধিক
B. শূন্য
C. ভূপৃষ্ঠের সমান
D. ভূপৃষ্ঠের অর্ধেক
Show Answer
18. নিচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু?
A. রূপা
B. সোডিয়াম
C. তামা
D. সোনা
Show Answer
19. মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় –
A. রেনিন
B. টায়ালিন
C. টেনিন
D. রেজিন
Show Answer
20. যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় –
A. ভিটামিন- A
B. ভিটামিন- B6
C. ভিটামিন- C
D. ভিটামিন- K
Show Answer
21. রাগবি ফুটবল খেলায় উভয়পক্ষে কতজন করে খেলয়ার থাকে?
A. 15 জন
B. 7 জন
C. 11 জন
D. 6 জন
Show Answer
22. ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে?
A. purity
B. punish
C. push
D. purple
Show Answer
23. X এবং Y হল দুই ভাই। C হল A-এর বোন। A হল X-এর বাবা। তবে C, Y-এর সাথে কীভাবে সম্পর্কিত?
A. কাকা
B. কাকিমা
C. ভাইপো
D. ভাইঝি
Show Answer
24. রাজীব প্রথমে উত্তরদিকে 20 মিটার গেল, তারপর সে পূর্বদিকে আরও 5 মিটার হাঁটল। তারপর সে ডানদিকে ঘুরে 20 মিটার অতিক্রম করল। সে এখন শুরুর স্থান থেকে কতদূরে আছে?
A. 5 মিটার
B. 2 মিটার
C. 3 মিটার
D. 20 মিটার
Show Answer
25. যদি 18514 সংখ্যাটি 'AHEAD' বোঝায়, তবে 31385 বোঝাবে –
A. CATCH
B. CASSET
C. CACHE
D. CONQURE
Show Answer
26. জাহাজ : সমুদ্র :: বিমান : _?
A. ডানা
B. ওড়া
C. পাইলট
D. আকাশ
Show Answer
27. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরে সুদ-আসল কত হবে?
A. 12,340 টাকা
B. 13,310 টাকা
C. 13,320 টাকা
D. 13,210 টাকা
Show Answer
28. 5%-এর 3%-এর মান কত?
A. 15%
B. 1.5%
C. 0.15%
D. কোনোটিই নয়
Show Answer
29. একটি দ্রব্যের ক্রয়মূল্য 120 টাকা। যদি সেটি 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত?
A. 16.67%
B. 20%
C. 16%
D. 18.32%
Show Answer
30. ঘণ্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
A. 100 মিটার
B. 150 মিটার
C. 180 মিটার
D. 200 মিটার
Show Answer
PDF File: |
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD |
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-1
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-2
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-3
• WBPSC Food SI Mathematics Model Question Answer
• WBPSC Food SI 2023 Syllabus in Bengali PDF
#west bengal, #food si 2023 mock test, #wbpsc, #general knowledge quiz, #ssc, #tet, #wbp, #group d
➧ Download General Knowledge Mobile app: Click Here
0 Comments