পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার গণিত প্র্যাকটিস সেট
গুরুত্বপূর্ণ অঙ্কের প্র্যাকটিস সেট সমাধান সহ বাংলা PDF | Mathematics Model Question Paper | General Knowledge Bangla PDF
আগত পশ্চিমবঙ্গ PSC Food Sub Inspector, Clerkship ইত্যাদি পরীক্ষায় তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে নিচে অঙ্কের একটি প্র্যাকটিস সেট প্রদান করা হল। এর মধ্যে সিলেবাস অনুযায়ী পঁচিশটি প্রশ্ন-উত্তর দেওয়া আছে এবং নিচের PDF File-এ জটিল সমস্যা গুলির সমাধান দেওয়া হয়েছে।
➲ Math Practice Set 1
০১. শূন্য একটি কী সংখ্যা?
A. পূর্ণসংখ্যা
B. ধনাত্মক
C. ঋণাত্মক
D. কোনটিই নয়
Show Answer
০২ . 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত?
A. 140
B. 20
C. 50
D. কোনটিই নয়
Show Answer
০৩. প্রথম যৌগিক সংখ্যাটি কত?
A. 2
B. 3
C. 4
D. 6
Show Answer
০৪. 1280-এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
A. 10
B. 16
C. 55
D. 89
Show Answer
০৫. কত টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছর জমা রাখলে সুদে-আসলে 840 টাকা হবে?
A. 600 টাকা
B. 540 টাকা
C. 450 টাকা
D. 620 টাকা
Show Answer
০৬. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 50 ও 10 হলে, সংখ্যা দুটি কী কী?
A. 15 ও 35
B. 20 ও 30
C. 10 ও 40
D. কোনটিই নয়
Show Answer
০৭. [ 13+23+33+43+53+63+73+83+93+103 ] = ?
A. 3575
B. 2525
C. 5075
D. 3025
Show Answer
০৮. তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের গসাগু 45 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
A. 405
B. 225
C. 315
D. 945
Show Answer
৯. কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য?
A. 260
B. 630
C. 360
D. 620
Show Answer
১০. 0.75×0.75+2×0.75×0.25+0.25×0.25 = ?
A. 1
B. 2
C. 1/2
D. 1/4
Show Answer
১১. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যাগুলির গসাগু 4। সংখ্যাদুটি কী কী?
A. 6 ও 8
B. 9 ও 15
C. 12 ও 16
D. কোনোটিই নয়
Show Answer
১২. A:B=2:3 এবং B:C=4:5 হলে, 5A:3C=?
A. 5:8
B. 7:7
C. 5:9
D. 8:9
Show Answer
১৩. 1 মিনিট 12 সেকেন্ড, এক ঘণ্টার কত শতাংশ?
A. 1%
B. 2%
C. 10%
D. 12%
Show Answer
১৪.একজন দোকানদার 10 টাকায় 12 টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10 টি বেলুন বিক্রি করে। তার লাভের হার কত?
A. 35%
B. 36%
C. 44%
D. 45%
Show Answer
১৫. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিমি এবং স্রোতের অনুকূলে 2 ঘণ্টা 20 মিনিটে যায় 14 কিমি। স্রোতের গতি ঘণ্টায় কত?
A. 1 কিমি
B. 1.5 কিমি
C. 2 কিমি
D. 2.5 কিমি
Show Answer
১৬. A, B এবং C একটি কাজ যথাক্রমে 24, 6 এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা যদি একসাথে কাজ করে, তবে কতদিনে কাজটি সম্পূর্ণ করবে?
A. 1⁄24 দিনে
B. 7⁄24 দিনে
C. 3 3⁄7 দিনে
D. 4 দিনে
Show Answer
১৭. একটি ঘনক যার মধ্যে 8 লিটার জল ধরে, সেটির তলের দৈর্ঘ্য কত হবে?
A. 10 সেমি
B. 15 সেমি
C. 25 সেমি
D. 20 সেমি
Show Answer
১৮. একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 এবং পরিসীমা 96 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A. 384 বর্গমিটার
B. 640 বর্গমিটার
C. 300 বর্গমিটার
D. 500 বর্গমিটার
Show Answer
১৯. 24 × 34 × 84 ÷ (2 × 3 × 8)3 = ?
A. 576
B. 48
C. 96
D. 192
Show Answer
২০. একটি ট্রেন 72 কিমি/ঘণ্টা গতিবেগে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 22 সেকেন্ডে অতিক্রম করলে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
A. 220 মিটার
B. 240 মিটার
C. 180 টাকা
D. 200 টাকা
Show Answer
২১. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর সুদের পরিমান 331 টাকা হলে, আসলের পরিমান কত?
A. 900 টাকা
B. 1100 টাকা
C. 1050 টাকা
D. 1000 টাকা
Show Answer
২২. একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 8 ঘণ্টা সময় নেয়। কিন্তু একটি ছিদ্র থাকার জন্য জলপূর্ণ হতে 2 ঘণ্টা বেশি সময় নেয়। জলপূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত সময় নেবে?
A. 40 ঘণ্টা
B. 20 ঘণ্টা
C. 16 ঘণ্টা
D. 50 ঘণ্টা
Show Answer
২৩. 100×10-100+2000÷100 = ?
A. 29
B. 780
C. 920
D. 979
Show Answer
২৪.একটি চাকা 88 কিমি দূরত্ব অতিক্রম করতে 1000 বার আবর্তন করে। চাকাটির ব্যাস কত?
A. 24 মিটার
B. 40 মিটার
C. 28 মিটার
D. 14 মিটার
Show Answer
২৫. 28, 42 এবং 21 সংখ্যাগুলির গসাগু কত?
A. 7
B. 5
C. 4
D. 6
Show Answer
*** কিছু জটিল অঙ্কের সমাধান নিচের PDF ফাইলের সঙ্গে দেওয়া আছে ***
PDF File: |
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD |
• WBPSC Food Sub Inspector Practice Set in Bengali
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-1
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-2
• WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-3
• WBPSC Food SI 2023 Syllabus in Bengali PDF
• গণিত বিষয়ক প্র্যাকটিস সেট PDF - SSC, PSC, WBP
#west bengal exam mock test, #wbpsc, #bangla gk quiz, #psc, #clerkship, #wbp
➧ Download General Knowledge Mobile app: Click Here
0 Comments