Ticker

6/recent/ticker-posts

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর PDF Set-2

wbpsc food si model question answer

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল প্রশ্নোত্তর PDF

WBPSC Food Sub Inspector 2023 Question Answer  Set  in Bengali PDF

➲ Set 2

01. তাইওয়ান-এর রাজধানীর নাম কী?
➥ তাইপেন

02. পারস্য কোন দেশের পূর্বনাম?
➥ ইরান

03. আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
➥ জর্জ ওয়াশিংটন

04. 'সুজুকি' কোন দেশের কোম্পানি?
➥ জাপান

05. হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
➥ Cardiology

06. ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়?
➥ মহাকবি কালিদাশ

07. রসায়নের জনক কাকে বলা হয়?
➥ ল্যাভয়সিয়ের

08. ভারতের দীর্ঘতম খাল কোনটি?
➥ ইন্দিরা গাঁধি খাল (রাজস্থান)

09. পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ কোনটি?
➥ হিরাকুদ (ওডিশা, ভারত)

10. Indian Agricultural Research Institute কোথায় অবস্থিত?
➥ নিউ দিল্লি

11. আয়করের সঙ্গে জড়িত PAN-এর পুরো কথাটি কী?
➥ Permanent Account Number

12. ভারতে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কী?
➥ ভারতরত্ন

13. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
➥ 1817 খ্রি.

14. কোন দেশের রাজধানী মানামা?
➥ বাহারিন

15. মেরিনা বিচ কোন শহরে আছে?
➥ চেন্নাই

16. চিনের প্রাচীর কে নির্মাণ করেন?
➥ চিনের রাজা কিন শি হুয়াং

17. 'Playing It My Way' কার আত্মজীবনী?
➥ সচিন তেন্ডুলকরের

18. টারজান চরিত্রের স্রষ্টা কে?
➥ এডগার রাইস বারোজ

19. গারবা কোন রাজ্যের লোকনৃত্য?
➥ গুজরাট

20. কুচিপুডি কী?
➥ তেলেগু ধ্রুপদি নৃত্য

21. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
➥ 1576 খ্রি. (আকবর ও রানা প্রতাপ এর মধ্যে)

22. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
➥ আত্মারাম পান্ডুরঙ্গ

23. 'গদর পার্টি' কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়?
➥ আমেরিকা, 1913

24. কে 'মুদ্রারাক্ষস' গ্রন্থের লেখক?
➥ বিশাখদত্ত

25. কে 'লোকনায়ক' হিসাবে পরিচিত?
➥ জয়প্রকাশ নারায়ন

26. সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহন করেন?
➥ 1897 খ্রি.

27. কে ভারতের জাতীয় গান রচনা করেন?
➥ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

28. 'পি এন ঠাকুর' কার ছদ্মনাম?
➥ রাসবিহারী বসু

29. মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত?
➥ যমুনা নদী

30. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
➥ উত্তরাখণ্ড

31. ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত?
➥ কোনো ঊর্ধ্বসীমা নেই

32. কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন?
➥ সংসদ

33. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়?
➥ 1951-52

34. কোন কমিটি 'মণ্ডল পঞ্চায়েত' গঠনের সুপারিশ দেয়?
➥ অশোক মেহতা কমিটি

35. ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
➥ 1950

36. 'অপারেশন বর্গা' কী?
➥ কৃষি সংস্কারমূলক কর্মসূচি

37. ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দফতর?
➥ সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অরগানাইজেশন

38. মোল (mol) কিসের একক?
➥ পদার্থের পরিমান

39. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত?
➥ 45 ডেসিবেল

40. অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে?
➥ নিউটন

41. ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
➥ যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি

42. কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামী বর্ণের গ্যাস নির্গত হয়?
➥ নাইট্রিক অ্যাসিড

43. ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত থাকে?
➥ অ্যাসিটিক অ্যাসিড

44. ক্যালামাইন কোন মৌলের আকরিক?
➥ জিংক

45. পাউরুটি চিবানোর পর মিষ্টি মনে হয় কেনো?
➥ কার্বোহাইড্রেট শর্করায় রুপান্তরিত হয়

46. বংশগতির একক কী?
➥ জিন

47. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত?
➥ ছত্রাক

48. মানবদেহে কোন ভিটামিন সরাসরি সংশ্লেষিত হয়?
➥ ভিটামিন - D

49. আধুনিক অলিম্পিক্সের জনক কাকে বলা হয়?
➥ পিয়েরে কুবার্তিন

50. 'গ্র্যান্ড স্লাম' কথাটি কোন খেলার সঙ্গে জড়িত?
➥ টেনিস এবং ব্রিজ


PDF File:
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-1

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-3

WBPSC Food SI Mathematics Model Question Answer

WBPSC Food SI 2023 Syllabus in Bengali PDF


#ফুড সাব ইন্সপেক্টর ২০২৩, #food sub inspector 2023, #wbpsc 2023, #general knowledge, #pdf, #bangla gk, #food si pdf, #ssc, #tet, #wbp, #group d

➧ Download General Knowledge Mobile app: Click Here

Post a Comment

0 Comments