Ticker

6/recent/ticker-posts

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর PDF Set-1

PSC Food SI 2023 Model Question answer bangla pdf

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল প্রশ্নোত্তর PDF

WBPSC Food Sub Inspector 2023 Question Answer  Set  in Bengali PDF

➲ Set 1

01. বায়ুমণ্ডলের কোন স্তর বেতারতরঙ্গ প্রতিফলিত করে?
➥ আয়নোস্ফিয়ার
 
02. পৃথিবীর বাইরে মহাকাশের বর্ন কেমন হয়?
➥ কালো

03. চন্দ্রগ্রহন কখন হয়?
➥ পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে

04. পৃথিবীর আদি বা প্রথমিক শিলা কী?
➥ আগ্নেয়

05. চলমান বরফের স্তূপকে কী বলা হয়?
➥ হিমবাহ

06. ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি?
➥ রাজস্থান

07. 'হীরাকুঁদ' জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
➥ ওড়িশায়

08. 'ঝাবুয়া' কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়?
➥ মধ্যপ্রদেশ

09. মানুষ কবে প্রথম চাঁদে অবতরন করে?
➥ 21 জুলাই, 1969

10. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত?
➥ ডিগবয়

11. 'স্বরাজ আমার জন্মগত অধিকার' কে বলেছিলেন?
➥ বাল গঙ্গাধর তিলক

12. ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন?
➥ দাদাভাই নৌরোজি

13. প্রতিবছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
➥ ১০ই ডিসেম্বর

14. রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
➥ অর্থমন্ত্রী

15. 'ব্যোমকেশ বক্সী' চরিত্রের স্রষ্টা কে?
➥ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

16. ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
➥ মুম্বাই

17. কোন ভাষায় বাবর-নামা লেখা হয়েছিল?
➥ তুর্কি

18. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➥ রাঁচি

19. 'অ্যাসেজ' শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?
➥ ক্রিকেট

20. SAARC কত সালে প্রতিষ্ঠিত হয়?
➥ 8 ডিসেম্বর, 1985

21. চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায়?
➥ ক্যাফিন

22. 'অর্থনীতির জনক' কাকে বলা হয়?
➥ অ্যাডাম স্মিথ

23. নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➥ চেন্নাই

24. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
➥ Pisciculture

25. 'গোল্ডেন গার্ল' কার আত্মজীবনী?
➥ পি টি ঊষা

26. ফারাক্কা বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
➥ পশ্চিমবঙ্গ

27. ভারতের প্রথম মহিলা ধ্রুপদি নৃত্যশিল্পীর নাম কী?
➥ রাগিনী দেবী

28. কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়?
➥ বাগস

29. Power Point কী ধরনের সফটওয়্যার?
➥ প্রেজেন্টেশন

30. 'বার' কোন রাশির একক?
➥ বায়ুমণ্ডলীয় চাপ

31. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
➥ উত্তল লেন্স

32. কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিনত হয়?
➥ 0°C

33. ক্ষমতার একক কী?
➥ ওয়াট

34. ডাক্তারি থার্মোমিটার কে আবিষ্কার করেন?
➥ ফারেনহাইট

35. LPG এর প্রধান উপাদান কী?
➥ বিউটেন ও প্রোপেন

36. লেড পেনসিলের সিস প্রকৃতপক্ষে কী?
➥ গ্রাফাইট

37. মানুষের রক্তের স্বাভাবিক pH-এর মান কত?
➥ 7.4

38. দার্শনিকের উল কাকে বলে?
➥ জিঙ্ক অক্সাইড

39. কার্বন সবচেয়ে বেশি থাকে কোন কয়লায়?
➥ অ্যানথ্রাসাইট

40. ফুসফুসের আবরণকে কী বলা হয়?
➥ প্লুরা

41. সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে?
➥ স্নেহজাতীয়

42. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়?
➥ অস্টিওম্যালেসিয়া

43. মানব দেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয়?
➥ স্নায়ুতন্ত্র

44. 'চম্পারন সত্যাগ্রহ' কত সালে হয়?
➥ 1917

45. ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি কী?
➥ ফোর্ট সেন্ট জর্জ

46. কে ভারতের লৌহমানব নামে পরিচিত?
➥ সর্দার বল্লভভাই প্যাটেল

47. শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কী?
➥ মোহর

48. বুদ্ধচরিত কে রচনা করেন?
➥ অশ্বঘোষ

49. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল?
➥ শাহজাহান

50. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
➥ মিরজাফর


PDF File:
➲ Download করুন এই পোস্টটির PDF File: DOWNLOAD

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-2

WBPSC Food SI General Studies মডেল প্রশ্নোত্তর Set-3

WBPSC Food SI Mathematics Model Question Answer

WBPSC Food SI 2023 Syllabus in Bengali PDF


#ফুড সাব ইন্সপেক্টর ২০২৩, #food si 2023, #wbpsc 2023, #general knowledge, #pdf, #bangla gk, #food si pdf, #ssc, #tet, #wbp, #group d

➧ Download General Knowledge Mobile app: Click Here

Post a Comment

0 Comments