গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমবঙ্গ সম্বন্ধীয় জেনারেল নলেজ প্রশ্নোত্তর
Important West Bengal related general knowledge questions and answers with PDF.
➲ GK Part 1
পশ্চিমবঙ্গ
|
||
1 | রাজধানী | কোলকাতা |
2 | আয়তন | 88,752 বর্গকিমি |
3 | জনসংখ্যা | 91,276,115 জন (2011) |
4 | বৃহত্তম জেলা | দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি) |
5 | ক্ষুদ্রতম জেলা | কোলকাতা (185 বর্গকিমি) |
6 | সর্বনিম্ন জনবহুল জেলা | কালিম্পঙ |
7 | পুরুষ | 46,809,027 জন (2011) |
8 | মহিলা | 44,467,088 জন (2011) |
9 | জনঘনত্ব | 1028 / বর্গকিমি |
10 | সর্বাধিক জনঘনত্ব জেলা | কলকাতা (24252জন /বর্গকিমি) |
11 | সর্বনিম্ন জনঘনত্ব জেলা | কালিম্পঙ (241জন /বর্গকিমি) |
12 | স্বাক্ষরতার হার | 76.26 % |
13 | সর্বাধিক স্বাক্ষর জেলা | পূর্ব মেদিনীপুর (87.66) |
14 | সর্বনিম্ন স্বাক্ষর জেলা | উত্তর দিনাজপুর (60.13) |
15 | জেলা সংখ্যা | 23 টি |
16 | উচ্চতম শৃঙ্গ | সান্দাকফু |
17 | লোকসভার আসন | 42টি |
18 | রাজ্যসভা আসন | 16টি |
19 | বিধানসভা আসন | 295টি |
20 | প্রতিবেশী রাজ্য | বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আসাম, সিকিম |
21 | সীমান্তরবর্তী দেশ | নেপাল, ভুটান ও বাংলাদেশ |
➲ GK Part 2
➧ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো:
1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
➥ রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
➥ পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল কে ছিলেন?
➥ পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হন?
➥ মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন?
➥ অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন?
➥ 2011-এর 20শে মে
8. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন?
➥ মমতা ব্যানার্জী
9. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে?
➥ মমতা ব্যানার্জী
10. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন হয় কবে?
➥ ১৯৫২
11. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন কে?
➥ শৈল কুমার মুখার্জী
12. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার কে ছিলেন?
➥ আশুতোষ মল্লিক
13. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ জ্যোতি বসু
14. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ বুদ্ধদেব ভট্টাচার্য্য
15. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
➥ পান্নালালবোস
16. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
➥ অশোক মিত্র
17. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
➥ সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
18. পঃবঙ্গের জেলা পরিষদ কটি?
➥ ১৮টি (জেলা—২০টি, কোলকাতা দার্জিলিং –এ নেই)
19. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি?
➥ ৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
20. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি?
➥ শিলিগুড়ি.
21. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি?
➥ ৩৩৫৪টি
22. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় কবে?
➥ ১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
23. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়?
➥ ১৮ই জুন ১৯৫২
24. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়?
➥ ৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
25. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়?
➥ ১লা আগষ্ট ১৯৬৯.
26. পঃবঙ্গের পৌরসভা আছে কটি?
➥ ১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
27. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত?
➥ ২৯৫
➤ এই পোষ্টটির PDF File ডাউনলোড করুন: DOWNLOAD |
Download General Knowledge Mobile App: Click Here
#Food SI, #PSC, #WBP, #West Bengal, #Bengali GK, #PDF
0 Comments