Ticker

6/recent/ticker-posts

এক নজরে আমাদের পশ্চিমবঙ্গ - গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর PDF

West bengal Exam, TET, SSC, PSC, WBP, FOOD SI, PDF

গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমবঙ্গ সম্বন্ধীয় জেনারেল নলেজ প্রশ্নোত্তর

Important West Bengal related general knowledge questions and answers with PDF.

➲ GK Part 1

পশ্চিমবঙ্গ
1 রাজধানী কোলকাতা
2 আয়তন 88,752 বর্গকিমি
3 জনসংখ্যা 91,276,115 জন (2011)
4 বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি)
5 ক্ষুদ্রতম জেলা কোলকাতা (185 বর্গকিমি)
6 সর্বনিম্ন জনবহুল জেলা কালিম্পঙ
7 পুরুষ 46,809,027 জন (2011)
8 মহিলা 44,467,088 জন (2011)
9 জনঘনত্ব 1028 / বর্গকিমি
10 সর্বাধিক জনঘনত্ব জেলা কলকাতা (24252জন /বর্গকিমি)
11 সর্বনিম্ন জনঘনত্ব জেলা কালিম্পঙ (241জন /বর্গকিমি)
12 স্বাক্ষরতার হার 76.26 %
13 সর্বাধিক স্বাক্ষর জেলা পূর্ব মেদিনীপুর (87.66)
14 সর্বনিম্ন স্বাক্ষর জেলা উত্তর দিনাজপুর (60.13)
15 জেলা সংখ্যা 23 টি
16 উচ্চতম শৃঙ্গ সান্দাকফু
17 লোকসভার আসন 42টি
18 রাজ্যসভা আসন 16টি
19 বিধানসভা আসন 295টি
20 প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আসাম, সিকিম
21 সীমান্তরবর্তী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশ


➲ GK Part 2

➧ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো:

1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ প্রফুল্ল চন্দ্র ঘোষ

2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
➥ রাজা গোপালাচারী

3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
➥ পদ্মজা নাইডু

4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল কে ছিলেন?
➥ পদ্মজা নাইডু

5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হন?
➥ মমতা ব্যানার্জী

6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন?
➥ অষ্টম

7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন?
➥ 2011-এর 20শে মে

8. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন?
➥ মমতা ব্যানার্জী

9. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে?
➥ মমতা ব্যানার্জী

10. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন হয় কবে?
➥ ১৯৫২

11. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন কে?
➥ শৈল কুমার মুখার্জী

12. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার কে ছিলেন?
➥ আশুতোষ মল্লিক

13. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ জ্যোতি বসু

14. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
➥ বুদ্ধদেব ভট্টাচার্য্য

15. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
➥ পান্নালালবোস

16. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
➥ অশোক মিত্র

17. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
➥ সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)

18. পঃবঙ্গের জেলা পরিষদ কটি?
➥ ১৮টি (জেলা—২০টি, কোলকাতা দার্জিলিং –এ নেই)

19. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি?
➥ ৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)

20. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি?
➥ শিলিগুড়ি.

21. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি?
➥ ৩৩৫৪টি

22. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় কবে?
➥ ১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)

23. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়?
➥ ১৮ই জুন ১৯৫২

24. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়?
➥ ৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)

25. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়?
➥ ১লা আগষ্ট ১৯৬৯.

26. পঃবঙ্গের পৌরসভা আছে কটি?
➥ ১২১টি(কর্পোরেশন আছে ৭টি)

27. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত?
➥ ২৯৫

এই পোষ্টটির PDF File ডাউনলোড করুন:  DOWNLOAD


Download General Knowledge Mobile App: Click Here

#Food SI, #PSC, #WBP, #West Bengal, #Bengali GK, #PDF

Post a Comment

0 Comments