Ticker

6/recent/ticker-posts

WBP, KP, FOOD SI, MTS : খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF


➦ বিভবপ্রভেদ পরিমাপক যন্ত্রটির নাম কী ?

Ans : ভোল্টমিটার


➦ আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?

Ans : ১২ই আগস্ট


➦ আশিয়ান (ASEAN) – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ans : জাকার্তা


➦ ভারত কোন সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ?

Ans : 1983 সালে


➦ বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?

Ans : ২২শে মার্চ


➦ কে দেশবন্ধু নামে খ্যাত ?

Ans : চিত্তরঞ্জন দাশ


➦ 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?

Ans : 746 ওয়াট


➦ ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত ?

Ans : ওড়িশা (চিল্কা হ্রদ)


➦ গাঁধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ?

Ans : সবরমতী আশ্রম


➦ আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে ?

Ans : ৭টি পর্যায় ও ১৮টি শ্রেণি আছে


➦ মন্ত্রীসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে -এটি কোন ধারায় বর্ণিত রয়েছে ?

Ans : ৭৫ (৩) ধারায়


➦ নিরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিল ?

Ans : টোকিও অলিম্পিক


➦ রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

Ans : ফুটবল


➦ ভারতে সর্বোচ্চ অসামরিক পুরুস্কারের নাম কী ?

Ans : ভারতরত্ন


➦ এন. কে. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান ?

Ans : ১৫তম


➦ ২০২১ সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন ?

Ans : রবি কুমার দাহিয়া


➦ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে –

Ans : অণুচক্রিকা


➦ জাতীয় মহিলা দিবস কবে পালিত হয় ?

Ans : ১৩ই ফেব্রুয়ারি


➦ NABARD এর পুরো নাম কি ?

Ans : National Bank For Agriculture And Rural Development (ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট)


➦ টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?

Ans : শ্রীরঙ্গপত্তম


➦ সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা লঞ্চ করা ম্যাসেঞ্জার অ্যাপটির নাম কি ?

Ans : ASIGMA ( Army Secure IndiGeneous Messaging Application)


➦ ২০২৩ এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক কোথায় হবে ?

Ans : মুম্বাই


➦ প্রতিবছর কবে “World Red Cross Day” পালিত হয়?

Ans : 8th মে


➦ চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

Ans : উত্তরপ্রদেশ


➦ রোধাঙ্কের SI একক কি ?

Ans : ওহম-মিটার


➦ সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?

Ans : ঋগ্বেদ


➦ পর্যায় সারণির কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত ?

Ans : ১৮


➦ এইডস এর ভাইরাসের নাম কি ?

Ans : HIV ভাইরাস


➦ কততম সংশোধনীতে পঞ্চায়েতী রাজ্ ব্যবস্থ্যা সংবিধানে স্বীকৃতি পায় ?

Ans : 73 তম 


➦ কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ ?

Ans : প্রোটোপ্লাজম


➦ মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত ?

Ans : অসম


Download This Post PDF : DOWNLOAD

Post a Comment

0 Comments