1. Fasciola পরজীবীটি কোথায় থাকে?
➟ যকৃতে।
2. বুক-গিল কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
➟ চিংড়ি।
3. বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ?
➟ মাকড়শা।
4. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী?
➟ সমান্তরাল শিরাবিন্যাস।
5. কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে?
➟ ওল, কচু।
6. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে?
➟ বাবলা।
7. কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞায় কোথায় দেখা যায়?
➟ আলু।
8. কোন উদ্ভিদের চোষক মূল আছে?
➟ স্বর্ণলতা।
9. ব্লাড ব্যাঙ্কে কী ধরণের তঞ্চনরোধক ব্যবহৃত হয়?
➟ সোডিয়াম সাইট্রেট।
10. কোন শ্রেণির রক্তে কোনো অ্যান্টিজেন নেই ?
➟ 0
11. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে?
➟ 200 বছর।
12. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরোধ করে?
➟ ইওসিনোফিল।
13. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত?
➟ 150-250 mg/100 ml.
14. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রোগ?
➟ নীলব্যাধি বা সায়ানোসিস।
15. চালতার ভোজ্য অংশ কোনটি?
➟ বৃত্যাংশ।
16. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন অঙ্গকে বলে?
➟ যকৃত।
17. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয়?
➟ ফ্যাট।
18. লোহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয়?
➟ পলিসাইথেমিয়া।
19. Birbal Sahani Institute of Paleobotany কোথায় আছে?
➟ লখনৌয়ে।
20. সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া ভাইরাস কোনটি?
➟ Herpes.
21. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে?
➟ -170 Degree C
22. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে?
➟ স্তম্ভকার।
23. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে?
➟ লিথোসিস্ট।
24. উদ্ভিদকলার কোন অংশের সঙ্গে পরিচক্রসম্পর্কযুক্ত?
➟ স্টিলি।
25. বিছুটি পাতার দংশক রোম গঠনগতভাবে কী?
➟ বিশেষ ধরণের গ্রন্থিরোম।
26. মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC'র গড় সংখ্যা কত?
➟ 6,000
27. গ্লাইকোলিসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
➟ গ্লুকোজের ফসফোরিলেশন।
28. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত?
➟ 3টি।
29. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী?
➟ বুডিকোর্ট।
30. স্বাভাবিক ও সম্পূর্ণ সংবহনকালের সময়কাল কত?
➟ 12-26 Sec.
✪ Download This Post PDF File: [Click Here]
✪ Download General Knowledge Bangla Mobile App: http://bit.ly/gkbengali
0 Comments