Ticker

6/recent/ticker-posts

ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত কিছু প্রশ্ন-উত্তর


 (১) ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) তামিলনাড়ু

(খ) বিহার

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) ঝাড়খণ্ড

 

উত্তরঃ পশ্চিমবঙ্গ


(২) কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) দিল্লী

(খ) মহারাষ্ট্র  

(গ) অসম  

(ঘ) কর্নাটক

 

উত্তরঃ মহারাষ্ট্র


(৩) বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) অসম

(খ) বিহার

(গ) গুজরাট

(ঘ) উপরের কোনটাই নয়

 

উত্তরঃ বিহার


(৪) সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) তামিলনাড়ু

(খ) মধ্যপ্রদেশ  

(গ) ওড়িশা

(ঘ) উপরের কোনটাই নয়

 

উত্তরঃ মধ্যপ্রদেশ


(৫) নেভেলী তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) ত্রিপুরা

(খ) মণিপুর

(গ) তামিলনাড়ু

(ঘ) কেরালা

 

উত্তরঃ তামিলনাড়ু


(৬) তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) রাজস্থান  

(খ) ওড়িশা  

(গ) কেরালা

(ঘ) পশ্চিমবঙ্গ

 

উত্তরঃ ওড়িশা


(৭) উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) গুজরাট

(খ) বিহার

(গ) অসম

(ঘ) উপরের কোনটাই নয়

 

উত্তরঃ গুজরাট


(৮) কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) তামিলনাড়ু

(খ) বিহার

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) ওড়িশা

 

উত্তরঃ পশ্চিমবঙ্গ


(৯) কোঠাগুদাম ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) রাজস্থান

(গ) মহারাষ্ট্র

(ঘ) ছত্তিসগড়

 

উত্তরঃ  অন্ধ্রপ্রদেশ


(১০) নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?—

(ক) কেরালা

(খ) হরিয়ানা

(গ) অসম

(ঘ) বিহার

 

উত্তরঃ অসম

Post a Comment

0 Comments