1. ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
➟ তাপবিদ্যুত্ কেন্দ্রে।
2. CFCএর পুরো নাম কী?
➟ ক্লোরো ফ্লুরো কার্বন
3. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
➟ 5ই জুন।
4. জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি কী?
➟ প্লাস্টিক।
5. তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি কী?
➟ সালফার ডাই অক্সাইড।
6. SO
2 দূষন দ্বারা গাছের কী ক্ষতি হয়?
➟ ক্লোরোফিল বিনষ্ট হয়।
7. ওজোন গ্যাসের স্তর দেখা যায় কোন স্তরে?
➟ স্ট্র্যাটোস্ফিয়ারে।
8. ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কী?
➟ CFC
9. প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কী?
➟ CO
2
10. বিশুদ্ধ জলে pH এর মান কত?
➟ 7
11. ইকোলজি কথার অর্থ কী?
➟ বাস্তুবিদ্যা।
12. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী না উভয়মুখী?
➟ একমুখী।
13. "ইকোসিস্টেম"- শব্দটির প্রবর্তক কে?
➟ ট্যান্সলি।
14. কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমান বা সর্বমোট সংখ্যাকে কী বলা হয়?
➟ বায়োমাস।
15. দশ শতাংশ সুত্রের প্রবক্তা কে?
➟ লিন্ডেম্যান।
16. জলে ভাসমান আণুবিক্ষনিক জীবদের কী বলা হয়?
➟ প্ল্যাংটন।
17. জলে ভাসমান আণুবিক্ষনিক উদ্ভিদের কী বলা হয়?
➟ ফাইটোপ্ল্যাংটন।
18. জলে ভাসমান আণুবিক্ষনিক প্রানিদের কী বলা হয়?
➟ জু-প্ল্যাংটন।
19. যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের কী বলে?
➟ নেকটন।
20. নেকটনের উদাহরণ দাও।
➟ মাছ ও তিমি।
21. যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের কী বলা হয়?
➟ বেনথস।
22. বেনথসের উদাহরণ দাও।
➟ শামুক ও প্রবাল।
23. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখ।
➟ জলদাপাড়া।
24. ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখ।
➟ একশৃঙ্গ গন্ডার ও সিংহ।
25. ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম লেখ।
➟ গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
26. ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ দাও।
➟ ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স।
27. জু-প্ল্যাংটনের উদাহরণ দাও।
➟ মশার লার্ভা ও ডাফনিয়া।
28. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
➟ রাইজোবিয়াম ও ক্লসট্রিডিয়াম।
29. ডি- নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
➟ সিউডোমেনাস ও থিওব্যাসিলাস।
30. খাদ্য পিরামিড কয় প্রকার?
➟ তিনপ্রকার।
31. "ইতাই-ইতাই" - রোগ কোন ধাতুর কারনে হয়?
➟ ক্যাডমিয়াম
32. মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয়?
➟ পারদ
33. ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয়?
➟ আর্সেনিক
34. ফ্লুরোসিস রোগ কেন হয়?
➟ ফ্লোরাইড দুষন
35. কালো ফুসফুস রোগ কাদের হয়?
➟ কয়লা কারখানার শ্রমিকদের।
36. জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি?
➟ মিথেন
37. মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো?
➟ প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম।
38. বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়?
➟ ২৩ শে মার্চ।
39. ফ্লাই অ্যাশ এর উৎস কী?
➟ তাপ বিদ্যুত কেন্দ্র।
40. ভূ- তাপমাত্রা বৃদ্ধির কারন কী?
➟ গ্রীন হাউস গ্যাস।
41. GIS- এর পুরো নাম কি?
➟ Geographical Information System.
42. তৈগা কি?
➟ পাইন গাছের বনভূমি।
43. ভারতে বনভূমির পরিমান কতো?
➟ ১৯.৩৯%
44. পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়?
➟ স্টকহোমে।
45. চিপকো শব্দের অর্থ কি?
➟ জড়িয়ে ধরা।
46. শব্দের তীব্রতা মাপার একক কি?
➟ ডেসিবেল।
47. চিপকো আন্দোলনের মুল দাবী কি ছিল?
➟ অরণ্য সংরক্ষণের দাবী।
48. টর্নেডো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত?
➟ আমেরিকা।
49. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
➟ সিসমোগ্রাফ।
50. টাইফুন কি?
➟ জাপানের ঘূর্ণবাত।
51. UNESCO পুরো নাম কি?
➟ United Nations Educational, Scientific and Cultural Organization.
52. IUCN এর পুরো নাম কি?
➟ International Union for Conservation of Nature.
53. শিশু দিবস কবে পালন করা হয়?
➟ 14 NOVEMBER
54. শিশু দিবস কবে পালন করা হয়?
➟ 6 AUGUST
55. শিশু দিবস কবে পালন করা হয়?
➟ 8 MAY
➧ বিভিন্ন চাকরীর পরীক্ষায় (SSC, PSC, NTPC, TET, WBP, BANK, GROUP-D) সাফল্য পেতে এই অ্যাপটি ডাউনলোড করুন। ক্লিক করুন এই লিঙ্কে ➟ http://bit.ly/gkbengali2
0 Comments