1. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ? —
➝ 1832 সালে
2. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ? —
➝ 1853 সালের 16ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে 34 কিমি পথ যাওয়া হয় 400 জন যাত্রী নিয়ে ।
3. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ? —
➝ নিউ দিল্লি
4. স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ? —
➝ জন মাথাই
5. প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ? —
➝ 24শে অক্টোবর , 1948 সালে কোলকাতা মেট্রো
6. প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ? —
➝ 1926 সালে নিউ দিল্লীতে
7. প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ? —
➝ 1925 সালের 3রা ফেব্রুয়ারি । বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)
8. ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? —
➝ উত্তরপ্রদেশের গোরক্ষপুর (1366.3 মিটার)
9. ভারতের "দীর্ঘতম নামের" স্টেশনের নাম কি ? —
➝ ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন
10. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন —
➝ ঘুম (2257 মি, দার্জিলিং)
11. ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয় —
➝ 1907 সালে
12. ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার —
➝ সুরেখা যাদব
13. ভারত ও পাকিস্থানের মধ্যে চলাচল করে —
➝ সমঝোতা এক্সপ্রেস
14. ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে —
➝ মৈত্রী এক্সপ্রেস
0 Comments