Ticker

6/recent/ticker-posts

General Knowledge Bangla - বিভিন্য পরীক্ষায় আগত কিছু প্রশ্ন ও উত্তর


1. সন্ত কবির-এর গুরু কে ছিলেন?
উঃ রামানন্দ

2. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয়েছিলো?
উঃ অশোক

3. কে বল্লবভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন?
উঃ মহাত্মা গাঁন্ধি

4. ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে সংবিধানের কোথায়?
উঃ নির্দেশমূলক নীতিসমূহে

5. পারসেক' এককটি দিয়ে কী মাপা হয়?
উঃ মহাকাশীয় দূরত্ব

6. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?
উঃ আইরিস

7. স্থির অবস্থায় একটি বস্তুর কী থাকে?
উঃ স্থিতি শক্তি

8. একটি নির্দষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হল। যাত্রার অর্ধপথে বস্তুটির কী থাকবে?
উঃ গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই

9. নীচের কোনটি উৎসেচক?
উঃ ট্রিপসিন

10. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়?
উঃ ভিটামিন সি

11. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উঃ রাঁচি

12. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?
উঃ ট্রিগভি লি

13. কোন স্থান্যপায়ী প্রানী ডিম পাড়ে?
উঃ ডাকবিল-প্লাটিপাস

14. PAN-এর সম্পূর্ন রূপ হলো?
উঃ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার

15. কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেন?
উঃ অশোক মেহতা কমিটি

16. কোন্ রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয়?
উঃ মধ্যপ্রদেশ

17. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ?
উঃ মস্তিষ্ক

18. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?
উঃ অন্ত্র

19. প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্নপদক পেয়েছিলেন?
উঃ অভিনব বিন্দ্রা

20. 'অ্যাসেজ' শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?
উঃ ক্রিকেট

21. কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
উঃ নিউ দিল্লি

22. রাষ্ট্রসংঘের সাধারন সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উঃ শ্রীমতি বিজয়লক্ষ্মী পন্ডিত

23. নিন্মলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উঃ ব্যাঙ্গালুরু

24. অভিজ্ঞানম শকুন্তলম্ কে রচনা করেন?
উঃ কালিদাস

25. প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতরে পার হয়েছেন?
উঃ বুলা চৌধুরি

Post a Comment

0 Comments