Ticker

6/recent/ticker-posts

ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর


 ভূমিকম্পঃ-

1. প্রশ্নঃ তীব্র ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ মার্সেলি স্কেল।

2. প্রশ্নঃ পুরোনো যুগে ব্যবহৃত ভূ-কম্পন পরিমাপক যন্ত্রকে কী বলে?
উত্তরঃ সিসমোগ্রাফ।

3. প্রশ্নঃ বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক ভূকম্পন পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ সিসমোমিটার।
.
4. প্রশ্নঃ ভূমিকম্পন যে হয়েছে তার প্রমান পাওয়া যায় কী দিয়ে?
উত্তরঃ সিসমোস্কোপ।
.
5. প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা যে স্কেলে মাপা হয় তাকে কী বলে?
উত্তরঃ রিকটার স্কেল।


 বিভিন্ন মরুভূমিঃ-

১। সাহারা মরুভূমি — উত্তর আফ্রিকা

২। গোবি মরুভূমি — মঙ্গোলিয়া, চীন

৩। প্যাটাগোনিয়ান মরুভূমি — আর্জেনটিনা

৪। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি — অস্ট্রেলিয়া

৫। কালাহারি মরুভূমি — দক্ষিণ আফ্রিকা

৬। গ্রেট বেসিন মরুভূমি — উত্তর আমেরিকা

৭। গ্রেট স্যান্ডি মরুভূমি — অস্ট্রেলিয়া

৮। টাকলা মাকান মরুভূমি — চীন

৯। চিহুয়াহুয়ান মরুভূমি — মেক্সিকো

১০। গিবসন মরুভূমি — অস্ট্রেলিয়া

➧ ডাউনলোড করুন নতুন একটি General Knowledge, Current Affairs, Quiz অ্যাপ ➟ Click Here

Post a Comment

0 Comments