Ticker

6/recent/ticker-posts

গুরুত্বপূর্ণ কিছু General Science এর প্রশ্ন এবং উত্তর


1. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাসটিড থাকে?
➟ ক্রোমোপ্লাসটিড।

2. মটরগাছ কোন গোত্রের উদ্ভিদ?
➟ লেগুমিনোসি বা শিম্বগোত্রীয়।

3. সালোকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি প্রধান?
➟ ক্লোরোফিল।

4. ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের মতো দেখতে হয়?
➟ 9 নং।

5. জ্যান্থোফিলের সংকেত কী?
C40H56O2

6. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে?
➟ অস্থি পেশি।

7. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয়?
➟ ডান অলিন্দ।

৪. পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন কত?
➟ 250 গ্রাম।

9. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না?
➟ ক্যানাইন দাঁত।

10. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কয়টি?
➟ 3টি।

11. গরুর দুধে কোন ভিটামিন থাকে না?
➟ ভিটামিন-C.

12. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না?
➟ রড ও কোণ কোশ।

13. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী?
➟ সেরুমেন।

14. উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী?
➟ বিজ্ঞানী স্যাকস (1875 সালে)।

15. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয়?
➟ পিটুইটারি।

16. Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায়?
➟ রেসাস বানর।

17. ফুসফুসের বায়ুথলিতে O2 -এর পরিমাণ কত?
➟ 14.2%

18. কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয় না?
➟ 12,000 ফুট।

19. ফুসফুসের আবরণকে কী বলে?
➟ প্লুরা।

20. অক্সানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
➟ উদ্ভিদ বৃদ্ধিহার।

21. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে  তাকে কী বলে?
➟ পিডোজেনেসিস।

22. মাছির লার্ভাকে কী বলে?
➟ ম্যাগট।

23. ঝিঝি পোকার লার্ভাকে কী বলে?
➟ গ্রাব।

24. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে?
➟ 0.8 সেকেন্ড।

25. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী?
➟ পারদ।

26. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের?
➟ ক্ষারীয়।

27. পিত্তরসের উৎসস্থল কী?
➟ যকৃত।

28. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে?
➟ লাইসোজাইম।

29. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয়?
➟ ল্যাক্টিক অ্যাসিড।

30, কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে?
➟ হৃদপেশি।

Post a Comment

0 Comments