Ticker

6/recent/ticker-posts

ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর (SSC, PSC, NTPC, TET, BANK, GROUP-D)


1. আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?
➟ যমুনা

2. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টির নাম কী?
➟ তারাপুর এটমিক পাওয়ার স্টেশন, তারাপুর, মহারাষ্ট্র

3. চারঙ্ক সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত?
➟ গুজরাত

4. কয়লা উৎপাদনে ভারতের স্থান কত?
➟ তৃতীয়

5. করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
➟ উত্তরাখণ্ড

6. রথযাত্রার কোন রাজ্যের প্রধান উৎসব?
➟ উড়িষ্যা

7. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল?
➟ সুয়েজ খাল

8. কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
➟ বিহার

9. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
➟ সুপিরিয়র হ্রদ

10. কোন নদীর তীরে নিউইয়র্ক শহর অবস্থিত?
➟ হাডসন

11. নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
➟ আমেরিকা

12. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
➟ ইয়াং-সি-কিয়াং

13. মারিয়ানাস ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত?
➟ প্রশান্ত মহাসাগরে

14. পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি?
➟ ব্রাজিল

15. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে?
➟ স্ট্রাটোস্ফিয়ার

16. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলী কোন নদীতে অবস্থিত?
➟ ব্রহ্মপুত্র

17. চলমান বরফের স্তুপকে কী বলা হয়?
➟ হিমবাহ

18. বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি?
➟ ল্যাম্বার্ট

19. ইউরোপের বৃহত্তম নদী কোনটি?
➟ ভলগা

20. সোনা উৎপাদনে প্রথম কোন দেশ?
➟ চীন

21. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
➟ গ্রিনল্যান্ড

22. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন?
➟ অরুণাচল প্রদেশ

23. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
➟ গ্রেট ব্যারিয়ার রিফ

24. ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত?
➟ রাজস্থান

25. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
➟ নর্মদা

26. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী?
➟ আরাবল্লী

27. জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত?
➟ নিউ দিল্লি

28. ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত?
➟ সিমলা

29. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
➟ বৈকাল

30. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
➟ ক্যাস্পিয়ান সাগর

Post a Comment

0 Comments