Ticker

6/recent/ticker-posts

ইতিহাস - গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্নোত্তর (History G.K.)


১) হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত?
উঃ লোথাল।

২) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
উঃ লোথাল।

৩) প্রাচীনতম বেদ কোনটি?
উঃ ঋগবেদ।

৪) প্রাচীন বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারো।

৫)ভারতের কোথায় আর্যরা প্রথম কোথায় চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল?
উঃ সিন্ধু।

৬) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়?
উঃ ঋগবেদ।

৭) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?
উঃ সুমের।

৮) সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল?
উঃ লোহা।

৯) সিন্ধু সভ্যতাকে কি বলা হয়?
উঃ শহরভিত্তিক।

১০) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?
উঃ বিন্দুসার।

১১) প্রথম গোলটেবিল বৈঠক কার আমলে অনুষ্ঠিত হয়?
উঃ লর্ড আরউইন।

১২) ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।

১৩) ক্রিশপ মিশন ও ভারত ছাড়ো আন্দোলনের সাথে কোন ব্রিটিশ শাসক জড়িত?
উঃ লর্ড লিনলিথগো।

১৪) ক্যাবিনেট মিশনের সাথে জড়িত কোন ব্রিটিশ শাসক?
উঃ লর্ড ওয়াভেল।

১৫) মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে?
উঃ পদ্মিনী উপাখ্যান

১৬) 'তেমুচিন' কী নামে আমাদের কাছে পরিচিত?
উঃ চেঙ্গিস খাঁন।

১৭) শেরশাহের পুলিশবাহিনীকে কি নামে ডাকা হত?
উঃ মুকদ্দম।

১৮) শেরশাহ তাঁর সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন?
উঃ ৪৭ টি সরকারে।

১৯) মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে?
উঃ পদ্মিনী উপাখ্যান

২০) কলকাতার নাম 'আলিনগর' কে দিয়েছিলেন?
উঃ সিরাজ-উদ-দৌল্লা।

২১) প্রথম রাজস্ব বোর্ড কে স্থাপন করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।

২২) কোন আইনে ব্রিটিশ ভারতীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করা হয়?
উঃ কার্লাইল সার্কুলারের মাধ্যমে

২৩) বাংলার দেওয়ানি লাভের সময় গভর্নর কে ছিলেন?
উঃ লর্ড ক্লাইভ।

২৪) মোগল সাম্রাজ্যে পেনশান দেওয়ার প্রথা কে বন্ধ করেন?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস

২৫) কোলকাতা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড হার্ডিঞ্জ।

২৬) সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয়?
উঃ লর্ড ক্যানিং।

Post a Comment

0 Comments