1. অনিলা দেবী কার ছদ্মনাম ছিল?
➟ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2. ফেলুদা চরিত্রের স্রষ্টা কে?
➟ সত্যজিৎ রায়
3. বাংলা সাহিত্যের জগতে কালকূট নামে কে পরিচিত?
➟ সমরেশ বসু
4. ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ?
➟ গুজরাত
5. পুলিৎজার পুরষ্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়?
➟ সাংবাদিকতা, সাহিত্য, সংগীত
6. 'কালচক্র' অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত?
➟ বৌদ্ধ
7. ভুটানের প্রধান ভাষা কী?
➟ জোংখা
8. ব্যাঙাচি কার ছদ্মনাম ছিল?
➟ কাজী নজরুল ইসলাম
9. মিকি মাউস কার্টুন চরিত্রের স্রষ্টা কে?
➟ ওয়াল্ট ডিজনি
10. পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে?
➟ ম্যান্ডারিন
11. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
➟ দুর্গেশনন্দিনী
12. বিখ্যাত চলচ্চিত্র 'দ্য গডফাদার' -এর পরিচালক কে?
➟ ফ্রান্সিস ফোর্ড কপোলা
13. 'সবার উপরে মানুষ সত্য'- এই উক্তিটি কে করেন?
➟ চন্ডীদাস
14. ভারতে তৈরি প্রথম ইংরেজি ছবি কোনটি?
➟ নূরজাহান
15. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন কে?
➟ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
16. বিশ্বে সর্বাধিক প্রচলিত গান কোনটি?
➟ হ্যাপি বার্থডে টু ইউ
17. 'হ্যাপি বার্থডে টু ইউ' গানটি কে লেখেন?
➟ দুই বোন; মিলড্রেড হিল ও প্যাটি হিল
18. পুরাণ অনুযায়ী বিষ্ণুর প্রথম অবতারের নাম কী?
➟ মৎস্য
19. গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন?
➟ মহারাজা কৃষ্ণচন্দ্র
20. রাজস্থানে হোলির সময় যে নৃত্য হয় তার নাম কী?
➟ ঘুমর
21. ভারতের প্রথম চলচ্চিত্র (নির্বাক) কোনটি?
➟ রাজা হরিশচন্দ্র (1913)
22. ভারতের প্রথম সাবক চলচিত্র কোনটি?
➟ আলম আরা (1931)
23. ভারতের প্রথম রঙিন ছবি কোনটি?
➟ কিষান কন্যা (1937)
24. 'কামসূত্র' এর রচয়িতা কে?
➟ বাৎস্যায়ন
25. হ্যারি পটার সিরিজের লেখিকা কে?
➟ জে কে রাউলিং
0 Comments