Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারন জ্ঞান প্রশ্নোত্তর || পর্ব-১

bangladesh gk, bengali gk pdf

1. আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ ➟ ৯৪ তম দেশ

2. ঢাকাকে বিশ্বের কত তম মেগা সিটি ধরা হয় ➟ ১১ তম

3. বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি কে ➟ তাজউদ্দিন আহমদ

4. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ➟ শেখ মুজিবুর রহমান

5. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রির নাম কি ➟ ক্যাপ্টেন মনসুর আলী

6. বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রি ➟ বেগম খালেদা জিয়া

7. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ➟ তাহমিনা হক ডলি

8. বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে ➟ সেলিনা হায়াত আইভি (নারায়নগঞ্জ সিটি করপোরেশন)।

9. বাংলাদেশের প্রথম মহিলা বিচার পতির নাম কি ➟ নাজমুন আরা সুলতানা

10. বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি ➟ ড. শিরিন শারমিন চৌধুরী

11. বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কি ➟ জাকিয়া সুলতানা

12. বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন ➟ মোঃ জিল্লুর রহমান

13. বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি কে ➟ এড. আব্দুল হামিদ

14. প্রধান বিচার পতি কে নিয়োগ করেন ➟ রাষ্ট্রপতি

15. বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ➟ স্পিকার

16. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই ➟ রাষ্ট্রপতি

17. বাংলাদেশে ১ম এভারেষ্ট জয় করেন কে ➟ মূসা ইব্রাহিম

18. বাংলাদেশের ১৩ তম প্রধান মন্ত্রি কে ছিলেন ➟ শেখ হাসিনা।

19. সরকারী মোট আয়ের ৮০% আসে কোথা থেকে ➟ আয় কর রাজস্ব থেকে।

20. করমুক্ত বয়স কত ➟ ৬৫ বছর।

21. কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি ➟ জাতীয় রাজস্ব বোর্ড।

22. VAT (ভ্যাট) কি ➟ VAT হলো মূল উৎপাদিত দ্রব্যের উপর কর।

23. NBR কোন মন্ত্রনালয়ের অধিনে কাজ করে ➟ অর্থমন্ত্রনালয়ের।

24. দেশের সবচে বেশি আয় কর আসে কোথায় থেকে ➟ মুল্য সংযোজন কর থেকে।

25. বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের আবস্থান কত ➟ ৭ম।

26. বাংলাদেশের সুন্দর বনের আয়তন কত ➟ ৫৫৭৫ বর্গ কিলোমিটার।

27. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈঘ্য কত কিঃমি ➟ ১৫৫ কিলোমিটার।

28. কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈঘ্য কত ➟ ১৮ কিঃমি।

29. বাংলাদেশের জাতীয় প্রতীক কি ➟ দুইপাশে ধানের শীস দ্বারা বেষ্টিত মাঝ খানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চুরায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতিক।

30. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি কে ➟ মইনূল হোসেন।

31. জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত ➟ ৪৬.৫ মিটার / ১৫০ ফুট।

32. জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে ➟ ৭ টি।

33. জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে ➟ শেখ মুজিবুর রহমান।

34. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে ➟ হামিদুর রহমান।

35. বাংলাদেশের মানচিত্রের রুপকার কে ➟ কামরুল হাসান।

36. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে ➟ কামরুল হাসান।

37. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে ➟ মিঃ লুই আই ক্যান(যুক্তরাষ্ট্র)।

38. বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে ➟ আব্দুল সাত্তার।

39. বাংলাদেশের জাতীয় পোষাক কি ➟ পুরুষদের জন্যঃ প্রিন্স কোর্ট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ী।

40. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতিক কি ➟ শাপলা ফুল।

41. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির রচিতা কে ➟ আব্দুল গাফফার চৌধুরী।

42. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির গীতিকার কে ➟ আলতাফ মাহমুদ।

43. বাংলাদেশের জাতীয় দিবস কবে ➟ ২৬ শে মার্চ।

44. বাংলাদেশের জাতীয় কবি কে ➟ কাজী নজরুল ইসলাম।

45. বাংলাদেশের সংবিধানিক নাম কি ➟ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

46. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি ➟ আমগাছ।

47. বাংলাদেশের জাতীয় বোনের নাম কি ➟ সুন্দরবন।

48. বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি ➟ বায়তুল মোকাররম।

49. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি ➟ সোহ্ রাওয়ার্দী।

50. বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি ➟ ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান)।

51. বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কি ➟ ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ)।

52. বাংলাদেশের কালো রাত দিবস কবে ➟ ২৫শে মার্চ।

53. সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি ➟ ৮ টি যথাঃ ১.বাংলাদেশ, ২.ভারত, ৩.পাকিস্তান, ৪.নেপাল, ৫.ভুটান, ৬.শ্রীলঙ্কা, ৭.মালদ্বীপ, ৮.আফগানিস্তান।

54. সার্কের প্রতিপাদ্য বিযয় কি ➟ সবুজ ও সুখী দক্ষিন এশিয়ার পথে।

Post a Comment

0 Comments