1. মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায়?
➟ ৪০ - ৪৫ বছর।
2. ফ্যাট কিসে দ্রবণীয়?
➟ ইথার ও ক্লোরোফর্ম।
3. ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?
➟ ১২ অনু।
4. সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
➟ প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ - ২৫
5. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' শব্দ টির অর্থ কি?
➟ পলিভিনাইল ক্লোরাইড।
6. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
➟ শূন্য।
7. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
➟ কমে।
8. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম?
➟ বেগুনি।
9. একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
➟ নরম লোহা।
10. আইসোটোপ কি?
➟ যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে।
11. ভর সংখ্যা কি?
➟ নিউক্লিয়াসের প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি।
12. পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারতের ভূ-খন্ড অধিকার করেছে?
➟ ২.৪%
13. ভূ ত্বকের ঘনত্ব কত?
➟ ২.৬৫-২.৯০গ্রাম/সেমি
14. তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
➟ ট্রাইটিয়াম ।
15. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
➟ স্থিতি শক্তি।
16. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি?
➟ করানডাম।
17. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?
➟ গ্যালভানাইজেশন।
18. ভিটামিন - E এর রাসায়নিক নাম কী?
➟ টোকোফেরল
19. কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম লেখ।
➟ ডোডো, গোলাপি মাথার হাস, পাহাড়ি বটের প্রভৃতি
20. কয়েকটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখ।
➟ গোসাপ, বাঘ, উল্লুক, কস্তুরী মৃগ, সোনালি হনুমান প্রভৃতি
0 Comments