1. ভারত ছাড় আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম → শান্তাবাঈ ভালেরাও
2. যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন → ভগিনী নিবেদিতা
3. ভগিনী নিবেদিতাকে 'ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা' বলেছিলেন → ভুপেন্দ্রনাথ দত্ত
4. যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন → বিনা দাস
5. জয়শ্রী প্রত্রিকা প্রকাশ করেন → লীলা নাগ
6. লীলা নাগ (রায়) যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন → দীপালি ছাত্রীসংঘ
7. ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন → প্রীতিলতা ওয়েদ্দেদার
8. প্রীতিলতা ওয়েদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হল → চট্টগ্রাম অভ্যুত্থান
9. ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে ছিলেন → রানী ঝাঁসি রেজিমেন্ট
10. রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন → ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন
11. আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় → ১৯৭৫ সালে
12. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন → সতীশচন্দ্র মুখোপাধ্যায়
13. ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল → ১৯০২ সালে
14. কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল → ১৯০৫ সালে
15. আন্টি → সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল → ১৯০৫ সালে
16. ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সারা দেয় → রাওলাট সত্যাগ্রহ (1919 সালে)
17. ভারতী প্রত্রিকার সম্পাদক ছিলেন → সরলাদেবী চৌধুরানী
18. বাসন্তীদেবী ও সুনীতি দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন → অহিংসা অসহযোগ আন্দোলন
19. বাসন্তী দেবী ছিলেন → দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের স্ত্রী
20. বি → আম্মা নাম পরিচিত ছিলেন -আবিদা বানু
21. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম → কুমুদিনী বসু ( মিত্র)
22. গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় → ১৯৩০ সালে ১২ মার্চ
23. ধরসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন → সরোজিনী নাইডু
24. বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমণে নেতৃত্ব দেন → কমলাদেবী চট্টোপাধ্যায়
25. সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে ছিলেন → আইন অমান্য আন্দোলন
26. গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন → মাতঙ্গিনী হাজরা
27. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল → ১৯৪২ সালে ,তমলুকে
28. ভাগিনী সেনা সংগঠিত হয়েছিল → মেদিনীপুরের তমলুকে
29. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেন → উষা মেহেতা
30. অসমে ভারত ছাড় আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন → কনকলতা বড়ুয়া
31. রাম্পা উপজাতির বাস ছিল → গোদাবরী উপত্যাকায়
32. Worker and peasants Party প্রতিষ্ঠিত হয় → ১৯২৮ খ্রিস্টাব্দে
33. Worker and peasants Party যুক্ত ছিল → সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
34. দ্বারভাঙা কিষান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন → স্বামী বিদ্যানন্দ
35. সরলাদেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম → ভারত শ্রী মহামন্ডল
36. Women India Association গড়ে উঠে ছিল → ১৯১৭ সালে
37. All Women Conference গড়ে উঠে ছিল → ১৯২৭ সালে
38. যে প্রতীকে বয়কটের প্রস্তাব প্রচার করা হয় → সঞ্জীবনী
39. লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠিত করেছিলেন → সরলাদেবী চৌধুরানী
40. বাংলায় নারীসমাজ অরন্ধন দিবস পালন করেছিল → ১৯০৫ সালে ১৬ অক্টোবর
41. প্রথম রাখিবন্ধন উৎসব উদযাপিত হয় → ১৯০৫ সালে ১৬ অক্টোবর
42. বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে অরন্ধনের ডাক দিয়েছিলেন → রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
43. নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক ছিলেন → শাস্তি দাস
44. গান্ধীজি নারীদের প্রথম বিক্ষোভে সামিল করছিলেন → ১৯১৩ সালে দক্ষিণ আফ্ৰিকায়
45. ১৯১৭ সালে যে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করেন → মন্টেগু চেমসফোর্ড
46. তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে → ১৯১৭ সালে
47. ভারতে গান্ধীজির দরিত্রিয়া সত্যাগ্রহটি হল → আহমেদাবাদ সত্যাগ্রহ
48. আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে → ৩৫ শতাংশ
49. গান্ধীজির নেতৃত্বে ভাড়াটে তৃতীয় সত্যাগ্রহটি হল → খেদা সত্যাগ্রহ
50. গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হল → খেদা সত্যাগ্রহ
0 Comments