Ticker

6/recent/ticker-posts

20 টি গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্নোত্তর - General Knowledge Bengali

Bengali GK, Bangla GK Pdf

প্রশ্ন ১ : জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর : উত্তরাখণ্ড

প্রশ্ন ২ : NABARD-এর প্রতিষ্ঠাসাল কত?
উত্তর : ১৯৮২

প্রশ্ন ৩ : মডার্ন ইকনমিকসের জনক কাকে বলা হয়?
উত্তর : অ্যাডাম স্মিথ

প্রশ্ন ৪ : সারকারিয়া কমিশন কেন গঠন করা হয়েছিল?
উত্তর : কেন্দ্র-রাজ্য সম্পর্ক, ক্ষমতার ভারসাম্য ইত্যাদি খতিয়ে দেখতে গড়া হয়েছিল এই কমিশন

প্রশ্ন ৫ : তেলাঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়?
উত্তর : ২০১৪

প্রশ্ন ৬ : ওডের-নেইসি লাইন (Oder–Neisse line) কোন দুই দেশের সীমাকে বিভাজিত করেছে?
উত্তর : জার্মানি ও পোল্যান্ড

প্রশ্ন ৭ : Thiamine- কোন ভিটামিনের আরেক নাম?
উত্তর : ভিটামিন B1

প্রশ্ন ৮ : কত ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফ হয়?
উত্তর : ৩২ ডিগ্রি ফারেনহাইটে

প্রশ্ন ৯ : পৃথিবী কোন গ্যালাক্সিতে অবস্থিত?
উত্তর : মিল্কি ওয়ে গ্যালাক্সি

প্রশ্ন ১০ : প্রিজ়ম-এর আবিষ্কারক কে?
উত্তর : আইজ়্যাক নিউটন 

প্রশ্ন ১১ : তারামাছের গমন পদ্ধতির নাম কী?
উত্তর : লুপিং

প্রশ্ন ১২ : অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন?
উত্তর : লুই ব্রেইল

প্রশ্ন ১৩ : জৈনদের শেষ তীর্থংকরের নাম কী?
উত্তর : মহাবীর

প্রশ্ন ১৪ : 'বিধবা বিবাহ আইন' পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক

প্রশ্ন ১৫ : পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর : ইউরেনিয়াম ২৩৫

প্রশ্ন ১৬ : মুঘল ভারতে কে 'জিন্দাপীর' নামে পরিচিত?
উত্তর : ঔরঙ্গজেব

প্রশ্ন ১৭ : সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি কি?
উত্তর : পদাতিকের কবি

প্রশ্ন ১৮ : 'টাইমস অব ইন্ডিয়া' প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর : 1838 সালে

প্রশ্ন ১৯ : 'নাদওয়াৎ-অল-উলেমা' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : গোলাম আহমেদ

প্রশ্ন ২০ : বেদ কত প্রকার ও কী কী?
উত্তর : ঋক, সাম, যজু ও অথর্ব

Post a Comment

1 Comments