1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
➟ ১৯৪৬খ্রিঃ।
2. ডিরোজিও এর পুরো নাম কী?
➟ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
3. দ্বিতীয় বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়?
➟ ১৯৩৯খ্রিঃ।
4. কত খ্রিষ্টাব্দে ‘অসম এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
➟ ১৯০৫ খ্রিঃ।
5. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
➟ ১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।
6. কাই-জার-হিন্দ উপাধিতে কে ভূষিত হন?
➟ মহাত্মা গান্ধি।
7. কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?
➟ মাদাম কামা।
8. কালো গান্ধি (Black Gandhi) কাকে বলে?
➟ ড. নেলসন মেন্ডেলা।
9. ভাইমার প্রজাতন্ত্রের অবসান কে ঘটায়?
➟ অ্যাডলফ হিটলার।
10. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
➟ ১৯৪২খ্রিঃ।
11. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?
➟ ১৮২৯ খ্রিঃ।
12. কার্বুরেটর থাকে কোন ধরনের ইঞ্জিনে?
➟ পেট্রোল ইঞ্জিনে।
13. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
➟ ১৮ ইঞ্চি (প্রায়)।
14. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
➟ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।
15. আলকাতরা কী থেকে তৈরী হয়?
➟ কয়লা।
0 Comments