Ticker

6/recent/ticker-posts

ভৌতবিজ্ঞান - বল ও চাপ সংক্রান্ত সাধারন কিছু প্রশ্ন উত্তর

ssc, psc, wbp, tet, ntpc, group-d, bank, indian rail exam

1) SI তে বলের একক কী?
উঃ- নিউটন

2) 1KG ভরের বস্তুর ওজন কত নিউটনের সমান?
উঃ- 9•81 নিউটনের সমান৷

3) নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গানিতিক রূপ কী?
উঃ- F=ma, F= বস্তুর উপর প্রযুক্ত বল, m= বস্তুর ভর, a=বস্তুর ত্বরণ৷

4) নিউটনের কোন গতিসূত্র দ্বারা বলের সংজ্ঞা জানা যায়?
উঃ- প্রথম গতিসূত্র

5) নিউটনের কোন গতিসূত্র দ্বারা বলের পরিমাপ করা যায়?
উঃ- দ্বিতীয়

6) প্রমাণ বায়ুর চাপ কত মিটার উচ্চতাসম্পন্ন জলস্তম্ভের চাপের সমান?
উঃ- 10.336 m

7) SI তে প্রমাণ চাপের মান কত?
উঃ- 1.013×10⁵ N/m²

8) গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে না কমে?
উঃ- চাপ বাড়ে

9) 5 kg ভরের কোন বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে?
উঃ- 5×9.8 = 49 N

10) SI তে চাপের একক কী?
উঃ- নিউটন /বর্গমিটার  বা পাস্কাল৷

11) SI তে ঘাতের একক কী?
উঃ- নিউটন৷

12) প্লাবতার অভিমুখ কোন দিকে  হয়?
উঃ- সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে৷

13) কত উচ্চতায় পারদ যে চাপ দেয় তা বায়ুর চাপের সমান?
উঃ- 76 সেমি৷

14) পারদ জল অপেক্ষা কত গুন ভারী?
উঃ- 13.6

15) স্প্রিং তুলার অপর নাম কী?
উঃ- ডিনামোমিটার

16) অভিকর্ষজ ত্বরণ বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যাবহার করা হয়?
উঃ-  g

17) টরিসেলির পরীক্ষায় যে নলটি ব্যবহৃত হয়েছিল, তার দৈর্ঘ্য কত ছিল?
উঃ- 100 cm

18) পারদের ঘনত্ব কত?
উঃ- 13.6 g/cm³

19) কোনো নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকে কী বলে?
উঃ- বেগ

20) একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে এলে তার সরণ কত?
উঃ- শূন্য

Post a Comment

0 Comments