➲০১. সার্কের সদর দপ্তর➟ নেপাল (কাঠমুন্ডু)।
➲০২. জাতিসংঘের সদর দপ্তর➟ নিউইয়র্ক, U.S.A.
➲০৩. WHO এর সদর দপ্তর➟ জেনেভা, সুইজারল্যান্ড।
➲০৪. OIC এর সদর দফতর➟ জেদ্দা।
➲০৫. IRRI-এর সদর দপ্তর➟ ফিলিপাইন (লস ব্যানোস)।
➲০৬. UNDP এর সদর দপ্তর➟ নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
➲০৭. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর➟ ব্রাসেলস।
➲০৮. NATO এর সদর দপ্তর➟ ব্রাসেলস, বেলজিয়াম।
➲০৯. ‘UNESCO’ এর সদর দপ্তর➟ প্যারিস, ফ্রান্স।
➲১০. WIPO এর সদর দপ্তর➟ জেনেভা।
➲১১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর➟ বার্লিন, জার্মানি।
➲১২. আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর➟ জেনেভা।
➲১৩. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর➟ ম্যানিলা।
➲১৪. AP এর সদর দফতর➟ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
➲১৫. World Bank এর সদর দপ্তর➟ ওয়াশিংটন, U.S.A.
➲১৬. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর➟ হেগ, নেদারল্যান্ড।
➲১৭. IMF এর সদর দপ্তর➟ ওয়াশিংটন ডিসি।
➲১৮. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়➟ হোয়াইট হল।
➲১৯. PLO এর সদর দপ্তর➟ রামাল্লা, ফিলিস্তিন।
➲২০. IAEA এর সদর দপ্তর➟ ভিয়েনা।
➲২১. CIA এর সদর দপ্তর➟ ভার্জিনিয়া।
➲২২. AFP এর সদর দপ্তর➟ প্যারিস, ফ্রান্স।
➲২৩. BIMSTEC এর সদর দপ্তর➟ ঢাকা।
➲২৪. আইসিসি এর সদর দপ্তর➟ দুবাই, (U.A.E.)
➲২৫. NAM এর সদর দপ্তর➟ সদর দপ্তরবিহীন।
➲২৬. G-8 এর সদর দপ্তর➟ সদর দপ্তরবিহীন।
➲২৭. UNIDO এর সদর দপ্তর➟ ভিয়েনা।
➲২৮. ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর➟ হেগ।
➲২৯. ফিফার (FIFA) সদর দপ্তর➟ জুরিখ, সুইজারল্যান্ড।
➲৩০. WTO এর সদর দপ্তর➟ জেনেভা।
➲৩১. WLO এর সদর দপ্তর➟ জেনেভা।
➲৩২. ILO-এর সদর দফতর➟ জেনেভা।
➲৩৩. কমনওয়েলথ এর সদর দফতর➟ লন্ডন।
➲৩৪. ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর➟ নিউইয়র্ক।
➲৩৫. জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর➟ রোম।
➲৩৬. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর➟ লন্ডন।
➲৩৭. UNU (United Nation University)➟ টোকিও, জাপান।
➲৩৮. D-8 (Developing 8) এর সদর দফতর➟ ইস্তাম্বুল, তুরস্ক।
➲৩৯. UNICEF এর সদর দপ্তর➟ নিউইয়র্ক।
➲৪০. UNCTD এর সদর দপ্তর➟ জেনেভা।
➲৪১. ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর➟ জেনেভা।
0 Comments