Ticker

6/recent/ticker-posts

বিজ্ঞান সংক্রান্ত কিছু প্রশ্ন-উত্তর


1. নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসের স্ফুটনাঙ্ক সর্বাধিক?
উঃ)  হিলিয়ামের।

2. একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?
উঃ)  রেডন।

3. হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেক্ট্রন সংখ্যা কত?
উঃ)  2 টি

4. ম্যাগনিফাইং গ্লাস কোন প্রকার লেন্স?
উঃ)  উত্তল লেন্স।

5. কখন সূর্যের আলো বৃষ্টি ফোঁটায় পড়ে রামধনু সৃষ্টি করে?
উঃ)  যখন আলোর প্রতিসরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে।

6. লেন্সের ক্ষমতা প্রকাশের একক কি?
উঃ)  ডায়াপ্টর।

7. একটি বস্তুকে উপরে ছুড়ে দিলে ত্বরণের কীরূপ পরিবর্তন হয়?
উঃ)  ত্বরণ ধ্রুবক থাকে।

8. টেপরেকর্ডারে শব্দ রেকর্ডিংয়ের আবিষ্কর্তা কে?
উঃ)  পোলসেন।

9. EDTA এর কো-অর্ডিনেশন নম্বর কত?
উঃ)  6

10. স্টেনলেস স্টিলের উপাদান কি?
উঃ)  নিকেল ও ক্রোমিয়াম।

11. দুধকে মসৃণ করে কোন পদ্ধতিতে ক্রিম বের করা হয়?
উঃ)  কেণ্দ্রাতিগ বল পদ্ধতিতে।

12. কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন?
উঃ)  আলোর বিচ্ছুরণ ঘটায়।

13. সৌর কোষের উপাদান কিকি?
উঃ)  সিলিকন ও জর্মেনিয়াম।

14. পরমানবিক চুল্লিতে নিউট্রন শোষণ করার জন্য কি ব্যবহার করা হয়?
উঃ)  ক্যাডমিয়াম রড।

15. পারমাণবিক বোম কোন নীতির উপর নির্ভরশীল?
উঃ)  নিউক্লীয় বিয়োজন।

16. বল পেন কোন নীতির উপর নির্ভরশীল?
উঃ)  কৌশিকতা ও পৃষ্ঠ টান।

17. টি.ভি ওয়েভ অন্য কি নামে পরিচিত?
উঃ)  মাইক্রো ওয়েভ।

18. রকেট কোন সূত্র অনুযায়ী গতিশীল?
উঃ)  কৌণিক ভরবেগে সংরক্ষণ সূত্র।

19. চুম্বক দ্বারা বিকর্ষীত বস্তুকে কি বলা হয়?
উঃ)  ডায়া ম্যাগনেটিক।

20. কোন যন্ত্রে সমুদ্রের গভীরতা মাপা হয়?
উঃ)  ফ্যাদোমিটার যন্ত্রে।

21. রামধনুর বহিরংশের রং কেমন?
উঃ)  লাল।

22. প্রোটন কে আবিষ্কার করেন?
উঃ)  গোল্ডস্টেইন।

23. STP তে 4.4 গ্রাম কার্বনডাই অক্সাইডের আয়তন কত হবে?
উঃ)  2.24 লিটার।

24. ইথাইল অ্যালকোহলের আইসোমারের নাম কি?
উঃ)  ডাই মিথাইল ইথার।

Post a Comment

0 Comments